স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ২ ঘন্টাব্যাপী কাজ করলেও ফায়ারসার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও দেরিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
রাত আড়াইটা থেকে আগুনের শুরু। ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। আগুনে নগদ টাকা, স্বার্ণালঙ্কার, গরু ছাগল ও অন্যান্য জিনিস সহ মূল্যবান জিনিষপত্র নষ্ট হয়ে যায়।