ছাতক প্রতিনিধি::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মধ্যে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় সাংসদ মুহিবুর রহমান মানিকের শক্তিশালী কোনো প্রতিপক্ষ না থাকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত।
তাই মনোনয়ন নিয়ে এলাকায় ফেরার পথে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ মুহিবুর মানিককে বরণ করতে প্রস্তুতি সভা করেছে ছাতক উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার উপজেলার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ছাতক পৌর সভার প্রতিষ্টাকালীন মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আওলাদ হোসেন, আব্দুল হেকিম, সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলী, সুন্দর আলী, কদর মিয়া, নুরুল ইসলাম, আফজাল আবেদীন আবুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ।
গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউপি আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা এড আশিক আলী, মোজাহিদ আলী, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ছৈলা আফজালাবাদ ইউপি আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, দোলারবাজার ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, ভাতগাওঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির মিয়া।
ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, চরমহল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড শামসুল ইসলাম, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল হান্নান আঙ্গুর, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, যুবলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আরজ আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, মঞ্জুর আলম, কৃপেশ চন্দ।
ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, মাহবুব আলম, সুজেল আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবলু প্রমুখ।
সভায় আগামী (২৭-নভেম্বর) গোবিন্দগঞ্জ সাদা ব্রিজ থেকে ছাতক পৌর শহরস্থ এমপি মানিকের বাসভবন পর্যন্ত প্রায় ১৪কিলোমিটার রাস্তায় দাড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর স্বিদ্ধান্ত নেয় নেতাকর্মীরা।