স্টাফ রিপোর্টার:
সদস্য সচিব এর মতামত না নিয়ে সিভি আহ্বান করে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক! জানা যায় গত ২১ নভেম্বর জেলা শাখার সদস্য সচিব কর্ণ বাবু দাস এর মতামত না নিয়েই সদর, বিশ্বম্ভপুর, জামালগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার সিভি আহ্বান করেন সংগঠনের আহ্বায়ক! এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় বইছে! অনেকে কমিটি বাতিল করার ও আহ্বান জানিয়েছেন। যোগাযোগ করা হলে কেন্দ্রীয়য় মহাসচিব পলাশ কান্তী জানান, আহ্বায়ক পলাশ কেন্দ্রের সাথে কোন যোগাযোগ না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন! আমরা থাকে সবার সাথে আলোচনা করে কমিটি অনুমোদন দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছি!
এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক পলাশ সরকারের মোবাইলটি বন্ধ পাওয়া যায়, আরেক যুগ্ম আহ্বায়ক নিঝুম তালুকদার বলেন, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। আহ্বায়ক আমাকে যা করতে বলছেন আমি তাই করতেছি! কর্ণ বাবু জানান, আহ্বায়ক উনার একার সিদ্ধান্তে সিভি আহ্বান করেছেন যা গঠনতন্ত্র পরিপন্থী! আমি কেন্দ্র কে জানিয়েছি তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।