স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বাগলী সীমান্তে বিজিরির সোর্স পরিচয় দিয়ে ভারত থেকে পাচাঁরের সময় ৮০ মে.টন চোরাই কয়লা আটক করেছে বিএসএফ ও বিজিবি। এ ঘটনায় চোরাচালানীদেরকে গ্রেফতার করা হয়নি। এলাকাবাসী জানায়,প্রতিদিনের মতো আজ ৩০.১১.১৮ইং শুক্রবার সকাল ৬টায় জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিজিবি ক্যাম্পের ১১৯৩নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরা কারবারিরা কয়লা আনছিল। এসময় ৮০ টন কয়লা আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় আমার কোন সোর্স নেই,বিজিবির সোর্স পরিচয় দিয়ে কেউ চোরাচালান ও চাঁদাবাজি করলে তাকে বেঁধে আমাকে জানালে আমি আইনগত ব্যবস্থা নেব। চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।