স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মৃত হাজী আব্দুর রশিদের ছেলে।
এছাড়া গতকাল রোববার রাতে পুলিশের পৃথক অভিযানে অর্থদণ্ড মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত তৈমুজ আলীর ছেলে ইন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হাড়গ্রামের অভিযান চালিয়ে ১৯৯০ সালে সংঘটিত একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলীকে গ্রেপ্তার করে। এছাড়াও রোববার রাতে পুলিশের পৃথক অভিযানে দুই মাসের সাজাপ্রাপ্ত অপর আসামিকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দণ্ডপ্রাপ্ত আসামিদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।