জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ আবদুল মান্নানকে সমর্থন জানালেন জগন্নাথপুরের স্থানীয় জনপ্রতিনিধিরা। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময়সভায় গত ১০ বছরের উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দলমতের উদ্ধে উঠে তাকে আবারো নির্বাচিত করার ঘোষনা দিয়েছেন জগ্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার শতাধিক জনপ্রতিনিধিরা। । জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম,পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলেছুর রহমান,আশারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আবু
ঈমানি,চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরশ মিয়া,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়াররম্যান তৈয়ব মিয়া কামালী, মীরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমির উদ্দিন,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল
হক, প্যানেল মেয়র-২ সুহেল মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম প্রমুখ। জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব জানান, সভায়
উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন জনপ্রতিনিধির মধ্য ১০০ জন জনপ্রতিনিধি বক্তব্য দেন।
তিনি বলেন, শতাধিক জনপ্রতিনিধিরা উন্নয়নের জন্য দলমতের উদ্ধে উঠে
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এমএ মান্নানের পক্ষে কাজ করার ঘোষনা দেন।
সভায় আওয়মীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ
মান্নান বলেন, গত ১০ বছর আপনাদের জনপ্রতিনিধি হিসেবে আপনাদের ভোটের অমর্যাদা না করে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিবেন।তিনি বলেন,আমার আচারনে কারো মনে কষ্ট পেলে আমি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানাচ্ছি।