দিরাই প্রতিনিধি::
বৃটেনের রানী দ্বিতীয় এ্যালিজাবেত কর্তৃক ‘বৃটিশ এম্পায়ার মেডেল’ (বিইএম) সম্মানে ভ’ষিত করায় বাংলাদেশী বংশধুত আব্দুল আজিজ সরদার ও বাংলাদেশী কমিউনিটির কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লন্ডনের এ্যাট্রিয়াম হলে ‘দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন ইউকে’র উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান মিলিক মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্øব সরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ সংসদ সদস্য মিঃ জিম ফিটজ পেট্রিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলদেশী বংশদ্ভোত মিস রুশনারা আলী এমপি, টাওয়ার হেমলেটস বারার মেয়র মিঃ জন গিবস ও সৈয়দ মাশুক আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, সিজিল মিয়া, অ্যডভোকেট আবুল হাসনাত, কাউন্সিলর খালেদ রেজা খান, কাউন্সিলর আব্দুল আলী, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুব হোসেন, সাবেক সভাপতি লুৎফুর রহমান, আব্দুল কাইয়ূম, আব্দুল মনাফ, নাজমুল হোসেন চৌধুরী, আইঅন টিভি’র পরিচালক শফিকুল ইসলাম, জাহান মিয়া প্রমুখ। সংবর্ধিত অতিথি আব্দুল আজিদ সরদারের হাতে ক্রেষ্ট তুলেদেন সংগঠনের সাবেক সভাপতি ফিরুজুল হক ও ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী শামীমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সংবর্ধনা শেষে সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শিহান মিয়ার পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের এ্যওয়ার্ড পদান করেন মোঃ বুলন মিয়া, ফয়সল মিয়া, ইসলাম উদ্দিন, শফিকুল ইসলাম, টিপু চৌধুরী, আয়না মিয়া, গিয়াস উদ্দিন মাস্টার, আব্দুল কাহার, আব্দুল ওয়াহিদ, শাহীন সরদার, নিয়াজ চৌধুরী, মিজান চৌধুরী, আলকাব চৌধুরী, পাভেল চৌধুরী, হুমায়ূন সরদার, জাবেদ সরদার, আলহাজ রফিক মিয়া,রমিজ উদ্দিন, চাঁদ মিয়া, আজমল হোসেন চৌধুরী জাবেদ, জিল্লুর রহমান, আজিজুর রহমান লিটন, সাদিকুর রহমান, শাহীন মিয়া, শামীম আহমেদ, রফিক মিয়া, মুক্তাদির চৌধুরী, লুকমান হাকিম, শাহবখত সরদার, আব্দুল কাদির, শাহনুর চৌধুরী, আবলুছুর রহমান, খসরু মিয়া, জুনেদ চৌধুরী, আবুল খয়ের ও সাব্বির আহমেদ। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক লেচু মিয়ার সম্পাদনায় বিশেষ প্রকাশনা ‘এ্যছিবমেন্ট এ্যওয়ার্ড’ নামক ম্যাাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়।