1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

শাল্লায় রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮, ১২.৪৯ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান- হাবিব, শাল্লা::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৮ উপলক্ষে ‘ জয়িতা অন্বেষণে, বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন- শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, কেয়ার বাংলাদেশের শাল্লা উপজেলা প্রকল্প কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা।
সংবর্ধনা অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা বীথি রাণী সমাজপতি, সফল জননী হিসেবে হবিবপুর গ্রামের বাসিন্দা সাবিত্রী রাণী দাশ, সমাজ উন্নয়নে সুলেখা রাণী সুত্রধর, অর্থনৈতিক ভাবে সফলতায় রাহুতলা গ্রামের পার্বতী রাণী রায় ও নেয়ামতপুর গ্রামের রেভা রাণী সরকারকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবণ শুরু করা ক্যাটাগরিতে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ- নানাবিধ বিষয়ে সফলতা অর্জন কারী, দেশী ও বিদেশী বিভিন্ন ব্যক্তির জীবন থেকে আলোচনা করে বলেন- জীবন মানেই সংগ্রাম, বেঁচে থাকতে হলে জীবনের সাথে সংগ্রাম করতে হবে, তাহলেই আপনি সফলতা অর্জন করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!