রাজন চন্দ, তাহিরপুর::
‘অতিথি পাখি নিধনকে না বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র রক্ষা করি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখি নিধন ও অবৈধভাবে মৎস্য আহরন বন্ধকরন বিষয়ে র্যাুল ও উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ডিসেম্ভর) দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিষয়ে একটি র্যালি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আথঞ্জী,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কান্তি কর।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার,দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।