স্টাফ রিপোর্টার ::
ভোটগ্রহণের কাউন্টডাউন্ট শুরু হয়ে গেছে। প্রচারণায়ও ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনী মাঠ পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাজোটের তুলনায় ঐক্যফ্রন্টের প্রার্থীরা এখনো প্রচারণায় পিছিয়ে আছেন। ঐক্যফ্রন্টের নেতারা বলছেন প্রতিটি আসনে তাদের হাইকমান্ড একাধিক প্রার্থী দেওয়ায় অস্থিরতায় ছিলেন তারা। মাঠে প্রচারণার বদলে অন্তত এক সপ্তাহ তাদেরকে কেন্দ্রে মনোনয়নের জন্য লবিং করতে হয়েছে। আর সেই শুন্যতা অপূরণীয় হিসেবে এখনো তারা মহাজোট প্রার্থীদের চেয়ে প্রচারণায় পিছিয়ে আছেন।
সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগের চারজন, মহাজোটে (জাপা) একজন, বিএনপির চারজন এবং বিএনপি জোটে ঐক্যফ্রন্টের (জমিয়তে উলামায়ে ইসলাম) এর একজন প্রার্থী রয়েছেন। এই দশ জনের সঙ্গে আরো ২২জন প্রার্থী থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাদের কেউ প্রতিদ্বন্ধিতায় আসার সামর্থ্য নেই। তাই এই দশজন প্রার্থীরা নিজে প্রচারণার পাশাপাশি তাদের সমর্থকরাও গত দুই দিন ধরে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সরেজমিন নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে আছেন। নির্বাচনী এলাকার হাট মাঠ ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের পোস্টার, ব্যানার, ফেস্টুন লক্ষ্য করা গেছে গত ১০ ডিসেম্বর থেকেই। তাছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৈচিত্র্যময় মাইকিং প্রচারণাও শুরু করেছেন তারা। কিন্তু এ তুলনায় বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ভোটের মাঠে এখনো পিছিয়ে আছেন। মনোনয়ন যুদ্ধে টিকে থাকার লড়াইয়ে প্রায় এক সপ্তাহ ব্যয় করায় সেই শুন্যতা পুষিয়ে ওঠতে পারছেন না তারা। যে কারণে এখনো অনেক এলাকায় তাদের পোস্টার-ব্যানার-ফেস্টুন পৌছেনি। তবে তাদের সমর্থকরা প্রত্যন্ত এলাকায় প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীরাও এখন প্রচারণা শুরু করেছেন।
সুনামগঞ্জ-১, ২, ৩, ৪ ও ৫ আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীদের সরগরম প্রচারণা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের ব্যানার, পোস্টার, ফেস্টুন পৌছে গেছে। দড়িতে সারি সারি বাধা পোস্টার শোভা পাচ্ছে দর্শণীয় স্থানে। বৈচিত্র্যময় মাইকিং প্রচারণাও চলছে সমানে। তাছাড়া বিভিন্ন স্থানে খন্ড খন্ড প্রচার মিছিল করছেন তারা। খোলা হচ্ছে গুরুতত্বপূর্ণ এলাকাগুলোতে নির্বাচনী কার্যালয়।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়া তার বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন সরকারি দলের প্রার্থী হিসেবে প্রচারণায় মহাজোট প্রার্থীরা সুবিদা পাচ্ছেন। এ কারণে ঐক্যফ্রন্ট প্রার্থীদের পিছিয়ে আছেন মনে হচ্ছে। তিনি সবার জন্য রাজনৈতিক মাঠ সমান করার দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু হলে ৫টি আসনেই বিএনপি প্রার্থী বিজয়ী হবে। তবে নির্বাচন সুষ্টু নিয়ে তার সংশয় আছে বলে মনে করেন।
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির কারণে আমাদের কর্মীরা উজ্জীবিত। ঐক্যবদ্ধ কর্মীরা আমাদের পক্ষে নিরলস কাজ করছেন। তারা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রচারণাও সরগরম করে রেখেছেন। তারা নির্বাচন আচরণ বিধি মেনেই শান্তিপূর্ণ প্রচারণা চালাচ্ছেন বলে জানান তিনি।