স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে ইউপি সদস্যকে লাঞ্চিত করার জের ধরে ঈদ জামাতের পর দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুবাজপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সুলতান মিয়া মেম্বারকে বুধবার রাতে শিবগঞ্জ বাজারে পেয়ে একই গ্রামের লেচু মিয়া ঈদে সরকারি চাল না পাওয়ায় মেম্বারকে গালিগালাজ করেন। এনিয়ে উত্তেজনা দেখা দিলে এলাকার লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
বৃহস্পতিবার ঈদের জামাত শেষে এই ঘটনারজের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জনকে আহত হন।
আহত জাহাঙ্গীর (২০), আব্দুল হক (৪৫), শাহেদ মিয়া (২৫), তুফুল মিয়া (১৯) এনাম মিয়া (২৪), ছানু মিয়া (২৭), কাওছার মিয়া (৪০), হাবিবুর (২২), আম্বিতী (২০) স্বপন মিয়া (২৮), তালেব মিয়া (১৬) আলী আহমদ ৬৫, শেফুল মিয়া (৩৫) সারজান মিয়া (৩৩) সাব্বির মিয়া (২৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।