আরিফ বাদশাঃ
গত বুধবার সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক হাসির মহোৎসব! ওইদিন বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ কমেডি ক্লাবের অঙ্গসংগঠন সুনামগঞ্জ কমেডি ক্লাবের উদ্যেগে ও গচঋ (মোল্লা পাড়া ফাউন্ডেশন) এর সৌজন্যে অনুষ্টিত হয় ওই হাসির মহোউৎসব।
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে বিনোদনমূলক এ অনুষ্টানটি আয়োজন করে সুনামগঞ্জ কমেডি ক্লাব। সেখানে ক্লাবের সদস্যরা তাদের জোকস ও কমেডি পারফর্ম করে পুরো মঞ্চ কাঁপিয়ে তুলেন। উপস্থিত দর্শকবৃন্দ তুমুল আহ্লাদে হাততালি দিয়ে ফারফর্মারদের অভিনন্দন জানান।
চলে প্যারেডি গান।
“গানের রাজ্যে চলে হাসির মেলা”
এরপর সন্ধ্যা ৬ ঘটিকায় সুনামগঞ্জের হিপ হপ বয় পল্লবের গানে মুখরিত হয় চারিদিক।
পুরো অনুষ্টানটি পরিচালনা করেন কমেডি ক্লাবের সিনিয়র সদস্য ফাহমিদুর রহমান পান্না।
এছাড়াও ছিলেন কমেডি ক্লাবের- শান্ত, তুষার, রাজন, পিয়াল, রুহুল, আরিফ, সুমন, মাহবুব, তন্ময়, শিশির, মারুফ, রাব্বি, পূলক, জুনায়েদ চৈত্রি প্রমুখ।