স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নৌকার পোস্টার ছিড়ে ফেলায় জগন্নাথপুরে ইউনিয়ন যুবদলের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, রাসেল বখত নামের প্রভাকরপুর গ্রামের ইউনিয়ন যুবদল সভাপতি গত শুক্রবার রাতে গ্রামের রাস্তায় রশি দিয়ে বাধা এমএ মান্নানের নৌকার পোস্টার ছিড়ে ফেলেন। এ ঘটনাটি স্থানীয় এলাকাবাসী পুলিশকে অবগত করলে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ তার বাড়ি থেকে রাসেল বখতকে গ্রেফতার করে নিয়ে আসে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, এমএ মান্নানের নৌকার পোস্টার ছিড়ে ফেলায় রাসেলকে গ্রেফতার করা হয়েছে।