দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের প্রচারনায় (দিরাই-শাল্লা) আসনে ভাটিপাড়া ইউনিয়নে বিএনপি’র দুর্গে ফাটল দেখা দিয়েছে। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ড. জয়া সেনগুপ্তার পক্ষে নুরুল হুদা মুকুটের প্রচারনায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ ভোটারের মধ্যে দেখা দিয়েছে আনন্দ উদ্বীপনা।
শনিবার দুপুর থেকে ড. জয়া সেনগুপ্তার সাথে ভাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন নুরুল হুদা মুকুট। বেলা ৩টায় ভাটিপাড়া বাজারে, সন্ধ্যা ৫টায় মধুরাপুর বাজারে ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যকালে মুকুট বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাঙ্গালী জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। একদিকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগ অন্যদিকে স্বাধীনতা বিরোধীদের নিয়ে গঠিত বিএনপি জামায়াত জোট। তাই সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দিরাই শাল্লাবাসীকে আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন, দিরাই-শাল্লায় আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ পরাজিত হতে পারেনা। দিরাই-শাল্লায় নৌকার পক্ষে আজ গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের সকল নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার অনুকুল তালুকদার ডাল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, অ্যাডভোকেট শহিদুল হাসমত খোকন, পাখি চৌধুরী, যুবলীগ নেতা মাহবুব চৌধুরী প্রমুখ। ভাটিপাড়া বাজারের জনসভায় ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম দীপের নেতৃত্বে বিএনপির বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক লোক আওয়ামীলীগে যোগদান করেছে।