তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুরে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি (ধানের শীষ)’র প্রার্থী সাবেক এমপি নজির হোসেনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের শান্তিপুর বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বড়দল (উওর) ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ্র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী সাবেক এমপি নজির হোসেন আগামী ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র’র মুক্তির দাবিতে এলাকাবাসী এবং দলীয় নেতাকর্মীদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।,
তিনি আরো বলেন, সারা দেশে বর্তমান সরকারের চলমান নৈরাজ্য , অরাজকতা, সরকারের ইন্দনে গুম, খুন, মিথ্যা মামলা বন্ধ করতে হলে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।,
উপজেলার বড়দল (উওর) ইউনিয়ন যুবদলের আহবায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব জুনাব আলী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের আহবায়ক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা বাস্তহারা দলের আহবায়ক আবুল হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, বড়দল (উওর) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহি উদ্দিন, সহসভাপতি সাবেক ইউপি সদস্য ফজলুল হক, আবদুর রউফ,মাওলানা আবুল কাশেম, সাধারন সম্পাদক রুহুল আমিন, যুগ্ন সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মোতালিব, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন মড়ল, ইউনিয়ন যুবদলের যুগ্নআহবায়ক ইউপি সদস্য আবু তাহের, শহীদ তালুকদার, রাজা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জব্বার, সাধারন সম্পাদক দুলাল মিয়া, ছাত্রদল নেতা ইসলাম উদ্দিন প্রমুখ।