স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে সারম্ভর উৎসবে। বিজয়ের প্রথম প্রহরে প্রশাসনসহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে। ১৬ ডিসেম্বর রবিবার সকালেও বিভিন্ন সংগঠন শহিদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছেন।
সকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের উদ্যোগে শরিরচর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিক ভবনগুলোতে। কারাগার ও হাসপাতালে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।