জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার তাঁকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারকে তাঁর বাসভবন জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলার বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।