স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরি মিয়া (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত নুরি মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নূরি মিয়া পাগলাবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সুনামগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত একটি বাস বৃদ্ধকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।