স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ ও মহাজোট প্রাথীদের্র বিজয়ের লক্ষ্যে বিশেষ বর্ধিতসভা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ। সোমবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশেষ বর্ধিতসভায় ছাত্র লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ছাত্র লীগের সভাপতি দীপঙ্কর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র নাদের বখত।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর দাস, সদস্য অমল কান্তি কর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।