দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদাড়া গ্রামে প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষে শিমুলবাক ইউনিয়ন পরিষদের জীবদাড়া গ্রামে শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জীবদাড়া গ্রামে প্রবীন মুরুব্বী ও আওয়ামী লীগ নেতা আব্দুল সালামের সভাপতিত্বে ও ইউপি সদস্য হায়াতুল ইসলামের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিমুলবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আব্দুল মুক্তাদির,আব্দুল হক, ফয়ছল মিয়া, ছমির উদ্দিন,নুর মিয়া,সফি ইসলাম, মুজিবুর রহমান, জয়নাল আবেদীন,ইসলাম উদ্দিন,রাজন, লিটন মিয়া,অদুদ মিয়া,মাসুক মিয়া,জুনাব আলী প্রমুখ। এসময় প্রধান অতিথি মিজানুর রহমান জিতু উঠান বৈঠকে জীবদাড়া গ্রামের উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, এম এ মান্নান একজন ভালো মানুষ। তিনি গরীব মেহনতী মানুষের বন্ধু হিসাবে বিগত ১০ বছর আপনাদের জন্য কাজ করছেন। আগামী ৩০ তারিখের নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের মাঝে আরো হতদরিদ্র,বিধবা,গর্ভবতী ভাতা সরকার দ্বিগুন বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, আসন্ন একাদশ নির্বাচনে এম এ মান্নানকে বিজয়ী করতে হলে আপনাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নৌকাকে ভোট দিয়ে এম এ মান্নানকে বিজীয় করে সংসদে পাঠাতে হবে। এম এ মান্নান আমাদের এলাকার সন্তান। তাকে বিজয়ী করলে আমাদের দরিদ্রতা কমবে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবো।