স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান হাজী জয়নাল আবেদীনের পিতা হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশন মেধা বৃত্তি পরিক্ষা ২য় বারের মত অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকালে বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় উক্ত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরিক্ষা পরিদর্শন করেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, মরহুম নোয়াজ আলীর ছেলে হাজী ফজলুল হক, হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হোসেন আহমদ রাজা, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, হাজী জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক চির রন্জন তালুকদার, বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ড মৌলানা তাজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, হাজী নোয়াজ আলী ট্রাস্ট ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষা কমিটির সদস্য সচিব খাশতাল চরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম, সদস্য পৈলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন রুমান, আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হাজী জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মইনুল হক প্রমুখ। হাজী নোয়াজ আলী ট্রাস্ট মেধা বৃত্তি পরিক্ষার সদস্য সচিব শাহ্ আলম জানিয়ছেন, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২২৬জন শিক্ষার্থী উক্ত বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেছে। এর মধ্যে প্রতি ইউনিয়নে ট্যালেন্টপুল ৮জন ও সাধারন গ্রেডে ১৮জন করে দুই ইউনিয়নে মোট ৫২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রধান করা হবে।