ইসলাম আজির, ছাতকঃ
দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর ছাতকের বিভিন্ন ইউনিয়নে জনসংযোগ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। নিজ বাসা থেকে বের হয়ে ভাতগাও ইউনিয়নে যাওয়ার পথে একাধিক এলাকায় জনসংযোগ করে দুপুরের ইউনিয়নের তাজগঞ্জ বাজার, আলীগঞ্জ বাজার, আনুজানী, ঝিগলীসহ পুরো ভাতগাও ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে তিনি ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান, তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়ার নেতৃত্ব বিশ্ব মহলে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশবাসীর এ অগ্রযাত্রা পিছিয়ে দিতে একটি মহল নির্বাচনী মাঠে প্রচারণার নামে তৎপর রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বিদ্বেষী এই অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ আবারো তলাবিহীন ঝুড়ির তকমা অর্জন করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদের প্রাক্তন প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, দোয়ারা বাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আলী বীর প্রতীক, সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।