স্টাফ রিপোর্টার::
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১১ জনের মধ্যে ৫ জন যোদ্ধাপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় জেলার দিরাই ও শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পুলিশ সুপারের নির্দেশে স্থানীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র জোবায়ের মনির, গুঙ্গিয়ারগাও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শশারকান্দা গ্রামের সিদ্দিকুর রহমান, উজানগাও গ্রামের তোতা মিয়া এবং দিরাই উপজেলার পেরুয়া গ্রামের আব্দুল জলিল।
অভিযুক্তরা উজানগাও, শ্যামারচর ও পেরুয়া গণহত্যায় জড়িত। তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা রজনী দাস ২০১৫ সালে ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন। বুধবার সন্ধ্যায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৫জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান।