হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও, ডুমরা, ভাটগাওঁ ও শাল্লা ইউনিয়নের দামপুর, চব্বিশা, কান্দিগাওঁ গ্রাম সহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।
১৯ ডিসেম্বর বুধবার ড. জয়া সেনগুপ্তাকে স্বাগত জানাতে গ্রামে গ্রামে ও প্রতিটি পথসভায় নামে জনতার ঢল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মিছিলে মুখরিত হয়ে উঠে চারপাশ।
অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্তা বলেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন আমার প্রয়াত স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত দেশ বিখ্যাত হয়েছিলেন দিরাই-শাল্লাবাসির একান্ত ভালোবাসার কারণে। আর আপনারাই ছিলেন উনার সংসারে আপনজন। উনার প্রতি আপনাদের গভীর ভালোবাসার কারণেই আমি গৃহবধু থেকে রাজনীতিতে এসেছি। এখন আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার জীবনের বাকি দিনগুলো আপনাদের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই। আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই সুযোগটুকু আপনারা আমাকে দান করুন এবং গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।
তাছাড়া উক্ত পথ সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলি উল হক, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবদুস সাত্তার মিয়া, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন), বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী,এডভোকেট শহীদুল হাসান খোকন, এছাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।