এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের সাফল্যে সানজিদা-কৃষ্ণাদের নিয়ে নতুন কোরে ভাবতে শুরু করেছে ফুটবল ফেডারেশন। নারী ফুটবলে নবজাগরনের স্বপ্ন দেখছে বাফুফে।
বাফুফের সভাপতি সালাউদ্দিন বলেছেন, “আমরা চাচ্ছি, কতদূর এগিয়ে যেতে পারে, সবার সমর্থন চাই। এটা আমার না বাংলাদেশ দল”।
ধারাবাহিকতার লক্ষ্যে এবারই প্রথম কোন দল নিয়ে এক বছরের পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। চলছে ট্রেইনার, ফিজিও এবং গোলকিপিং কোচ নিয়োগের প্রক্রিয়া। একজন পুষ্টিবিদ আনারও চিন্তা করছেন কর্মকর্তারা। সদস্যদের পড়াশোনার কথা মাথায় রেখে চার জন শিক্ষক ও নিয়মিত মাসিক ভাতা দেবে ফেডারেশন।
অতীতেও অনেক উচ্চা-বিলাসী পরিকল্পনা করেছে বাফুফে। তবে কোনটাই স্থায়ী হয়নি। নারী দলের ক্ষেত্রেও কি হতাশ হতে হবে?
নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের। পরের বছর আসল অ্যাসাইনমেন্ট এফএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব।