স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে সুনামগঞ্জ শহরের হাসননগর এলাকায় গণসংযোগ করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ। রবিবার বিকেলে তিনি হাসননগর এলাকা, হাসপাতাল পয়েন্টসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে মহাজোট প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। ফরহাদ আহমদ মহাজোট মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, ছাত্র লীগ নেতা আহসান রহমান, লিখন আহমেদ, লায়েছ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির আলী খান প্রমুখ।