জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নানের প্রচার কর্মীকে মারধর করেছ বিএনপি নেতাকর্মীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নৌকার প্রচারণার মাইকিং করে জগন্নাথপুর থেকে একটি অটোরিকশা কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টে গেলে সাদিপুর পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের প্রচার মিছিল থেকে একদল লোক এসে হামলা চালিয়ে নৌকার প্রচারকর্মী লেচু মিয়া কে মারধর করে। খবর পেয়ে আশপাশ লোকজন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীর জানান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবহানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন,হামলা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক আইনানুগ পদক্ষেপ নিবে।