বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ৫টি আসনে গত কয়েকদিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীর সমর্থক দলীয় ৭২জন নেতাকর্মীকে গ্রেপ্তারসহ ১৮টি মামলায় প্রায় সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ সভাপতি আনিসুল হক, সিনিয়র নেতা আতম মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, সোয়েব আহমদ, কাজী নাসিম হোসেন লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র দল সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।