ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আ.লীগ-বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মঙ্গলবার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে একই সময়ে জাতীয় শ্রমিক লীগ ও বিএনপি নির্বাচনী আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়।
সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান এ আদেশ জারি করেন।
সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে জাতীয় শ্রমিক লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনের পক্ষে উপজেলা বিএনপি জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (আজ মঙ্গলবার) নির্বাচনী সভার আয়োজনের ঘোষণা দিয়েছিল।
সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একই স্থানে উভয় পক্ষের সভা বন্ধ রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।