মো. নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ:
অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন-জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের করার লক্ষ্যে নিরন্তর কাজ করছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার গ্রামের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। সরকার গ্রামের জনগণকে সরকারি সেবা পৌছে দিতে প্রতিটি উপজেলা সদরের সাথে গ্রামের সংযোগ তৈরী করে দিয়েছে। এবারে একাদশ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহারে আমার গ্রাম, আমার শহর,প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রাসরণ করা ঘোষনা দিয়েছেন। আওয়ামী লীগ সরকার কথা ও কাজে বিশ্বাসী। যার প্রমান বিগত দিনে আপনারা পেয়েছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের মহা সড়কে দেশকে পরিচালনা করছে। সরকার ঢাকায় মেগা প্রকল্পের মাধ্যমে মেট্রো রেল, পদ্মা সেতু নির্মাণ করছে,ঢাকার সাথে প্রতিটি জেলা শহরের সাথে ফোর লেন রাস্তা নির্মাণ করছে। বিশেষ করে সরকার গ্রামীন রাস্তা, কমিউনিটি ক্লিনিক,তথ্য সেবা,রাস্তা-ঘাট,বিদ্যুৎ,নলকূপ,ভাতা,শিক্ষা ভাতা থেকে শুরু করে সর্বক্ষেত্রে জনগণের মাঝে পৌছে দিয়েছে। তাই ৩০ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে। মঙ্গলবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ পরবর্তী পথ সভায় এসব কথা বলেন তিনি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পিঠাপশী গ্রামে গণসংযোগ পরবর্তী পিঠাপশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মো. আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রফিক খান, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দুর রহমান,আসাদুর রহমান আসাদ, এনামুল কবির, নুর মিয়া, ইউপি আওয়ামী লীগ সভাপতি মজিদুর রহমান মধু, সাধারণ সম্পাদক ফয়জুল করিম, খেলাফত মজলিশের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছমির উদ্দিন সালেহ,সুনাগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,পিঠাপশী গ্রামের প্রবীন মুরুব্বী নায়েব আলী, আমির আলী প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১১ টায় মনবেগ গ্রামে হাজী মাহফুজুর রহমানের বাড়ীতে গণসংযোগ পরবর্তী পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় মনবেগ গ্রামের হাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান, মাষ্টার মছদ্দর আলী প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০ টায় পশ্চিম মাহমদপুর গ্রামের মাঠে গণসংযোগ পরবর্তী পথ সভায় অনুষ্ঠিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ও ইউপি সদস্য আজির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান এমপি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আবিদ উদ্দিন, সমছুল আমিন, জহির আলী,ছোরাব আলী,অনুপম দে প্রমুখ।