স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহর পক্ষে এখন সরগরম শহরের নির্বাচনী মাঠ। রাতদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নেতৃবৃন্দ লাঙ্গল স্লোগানে শহর মুখর করে রেখেছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতৃবৃন্দ মোটর সাইকেল শোভাযাত্রায় লাঙ্গলের স্লোগানে মুখর করে রেখেছিলেন শহরের পাড়া মহল্লা।
সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহরে সন্ধ্যার আগেই দলে দলে ভাগ হয়ে প্রচারণায় নামের। প্রচারণা এক সময় রূপ নেয় নির্বাচনী মিছিলে। কখনো পায়ে হেটে কখনো মোটর শোভাযাত্রায় এই মিছিল পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়ে। লাঙ্গল স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের পাড়া অলিগলি।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফরহাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, যুবলীগ সদর উপজেলা সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উকিল, ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দেসহ নেতৃবৃন্দ উদীয়মান তরুণ ও নতুন ভোটারদের নিয়ে মঙ্গলবার রাতদিন শহরে পীল মিসবাহর পক্ষে প্রচারণা চালান।