রাজু ভুঁইয়া, ধর্মপাশা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান এর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবিকুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী প্রমুখ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান।