মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ এম এ মান্নান এর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিমবীরগাও ইউনিয়নের বড়মোহা গ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়ার বাড়ীতে, প্রবীন মুরুব্বী জমিলুল হক জায়গীরদারের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই জায়গীরদার রাজ মিয়া, তজু খান, আক্তার হোসেন, রুহেল জায়গীরদার, সিরাজ মিয়া, বাচ্ছু মিয়া, আরমুছ আলী, নজরুল ইসলাম, মিরাস আলী, সোয়েব আহমদ জায়গীরদার, আছির আলী, সুন্দর খান, সজ্জাদুল ইসলাম, মতিন মিয়া, আকলুছ আলী, কিতাব আলী,আবদাল খান, বরদা বিশ্বাস, অরমন বিশ্বাস,মাখন বিশ্বাস, ফুরাই বিশ্বাস সহ স্থানীয় ব্যক্তিবগ প্রমূখ। বক্তারা বলেন সকলে মিলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে। আর আওয়ামী লীগ বিজয়ী হলে, দেশের চেহারা বদলে যাবে, যে ভাবে দেশের ব্যাপক পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, দেশের প্রতিটি ঘরে-ঘরে বিদ্যুৎ, গ্রামের পর গ্রাম পাকা রাস্তা, সাঁকোর বদলে ব্রীজ, প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর স্কুল, মাদ্রাসা নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে পরিনত করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।