দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটে আওয়ামী লীগের নির্বাচনী অফিস পেট্টোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে দুবৃত্তরা। সকালে ঘটনাস্থলে পৌছে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার আ.লীগ নেতৃবৃন্দ। তারা দুষ্কৃতিকারীদের খোজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম বলেন, আমরা কয়েকটি গ্রামের মানুষ নৌকার নির্বাচনী কার্যালয় করে ছিলাম। বৃহষ্পতিবার রাতে শেষ প্রচারণা করে আমরা নিজ জি বাড়িতে চলে যাই। ভোরে আমরা খবর পাই আমাদের কার্যালয় আগুণে জ্বালিয়ে দিয়েছে। আমরা এ ঘটনায় দুষ্কৃতিকারীদের বিচার চাই।
এদিকে এ ঘটনায় এলাকা পরিদর্শন করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।