স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে নিয়ে পদযাত্রা করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুুকুট ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরহাদ আহমদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শুক্রবার নতুনপাড়া থেকে হাজীপাড়া, কালিবাড়ি, তেঘরিয়াসহ বিভিন্ন স্থানে পদযাত্রা করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ ভোটাররা মহাজোট প্রার্থী পীর মিসবাহকে অভিনন্দন জানিয়ে সমর্থন জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, ছাত্র লীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, ছাত্র লীগ নেতা আহসান রহমান প্রমুখ।