স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ৬৭৫৪০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি লাঙ্গল প্রতীকে ১৩৭২৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়া পেয়েছেন ৬৯৭৪৯ ভোট।
রবিবার রাত ৮টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।