1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

আনন্দ মিছিলের পর চলে গেলেন না ফেরার দেশে নৌকার কর্মী

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ১.২৬ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
নৌকার বিজয় চাই-ই- হারলে চলবে না। তাই বিজয়ের লক্ষে সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে
ভোটাদেরকে সঙ্গে করে নিয়ে ভোট কেন্দ্রে আসা যাওয়ার কাজে দিনভর ব্যস্ত সময় কাটান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা নৌকার কর্মী আব্দুল মুক্তাদীন আজাদ (৪৮)।
কেন্দ্রে নৌকা বিজয়ী হওয়ায় সন্ধ্যায় আনন্দ মিছিলও করেন। এর দুই/ তিন ঘন্টা পর
রাতেই তিনি হঠাৎ আকস্মিকভাবে
চলে গেছেন না ফেরার দেশে।
সোমবার বিকেলে এসব কথা এ প্রতিবেদককে জানান ওই গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান।
তিনি বলেন, গত শনিবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সক্রিয় কর্মী। ভোটারদিন নৌকার পক্ষে দিনভর কাজ করে আনন্দ মিছিল করে। রাত ১০ টা পর্যন্ত তিনি আমাদের সঙ্গে আনন্দ উৎসবে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে
হঠাৎ করে হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা জানা( ইন্নালিল্লাহি … রাজিউন)।
স্থানীয়রা জানান, গতকাল বেলা আড়াইটার দিকে গ্রামে মাঠে আব্দুল মুক্তাদীনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মত্যুতে নৌকার বিজয়ী প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকা শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!