শহিদনূর আহমেদ:
সুনামগঞ্জে ১১ টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৬ লক্ষ শিক্ষার্থীর মাঝে অর্ধ কোটির উপরে নতুন বই বিতরণে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় ও রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ৪ লক্ষ ২৪ হাজার ৪শত ৫৫ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লক্ষ ৫৮ হাজার ৭শত ৭০টি নতুন বই বিতরণ করা হচ্ছে। জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার সকল মাধ্যমিক পর্যায়ে প্রায় পৌনে ২ লক্ষ শিক্ষার্থীর মাঝে ৩৩ লক্ষ নতুন বই বিতরণ করা হচ্ছে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমরা স্বাধীনতার উত্তর প্রজন্মের ছাত্রছাত্রীরা নতুন বইয়ের ঘ্রাণ পাইনি। ছেরা ফাটা পুরাতন বই ছিলো আমাদের ভরসারস্থল। কিন্তু আজকের বাংলাদেশে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্ঠায় বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। জেলার প্রত্যক বিদ্যালয় বই উৎসব পালন হচ্ছে। নতুন বছরের আনন্দের সাথে সাথে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমানের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শফিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।
রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই বিতরণ উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ দেবনাথ, পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান, সহকারি কমিশনার আক্তার জাহাস সাথী প্রমুখ।