হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকেঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় দিরাই ও শাল্লা উপজেলা বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ডঃ জয়া সেন গুপ্তা।
১ জানুয়িারি মঙ্গলবার সকালে শাল্লা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে তিনি উপজেলায় বই উৎসবের উদ্বোধন করেন।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন ৩০ ডিসেম্বর দিরাই ও শাল্লার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আবারো তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ জয় জনতার জয়। আমি কথা দিচ্ছি বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করেছি আগামীতে ও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট অবনী মোহন দাস। সভায় আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সাত্তার মিয়া, কালাই মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুবল চন্দ্র দাস, বিবেকান্দ মজুমদার বকুল, এমদাদুল হক, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নওশের মনির, এ শাল্লা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিধু ভূষণ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পিযুষ চৌধুরী, শাল্লা উপজেলা কৃষক লীগের সভাপতি কাজল বরণ চৌধুরী, শাল্লা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জামান চৌধুরী তাছাড়া ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী গণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর পূর্বে ডঃ জয়া সেন গুপ্তা গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন।