স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত গ্রাম রাজাই আদিবাসী পল্লীতে ইংরেজি নববর্ষ ‘ছোট দিন’ হিসেবে উদযাপন করেছে আদিবাসী সমাজের খ্রিস্টান ধর্মাবলম্বিরা। এর আগের দিন রাতে তারা বাড়ি বাড়ি ঘুরে বড় দিনের মতই সংকীর্তন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে এ উপলক্ষে মঙ্গলবার সকালে গীর্জাগুলোতেও তারা বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেন। প্রার্থনা সভায় তারা দেশবাসীর মঙ্গল কামনা করেন।
রাজাই প্রেসবিটারিয়ান চার্চের উদ্যোগে অনুষ্ঠিত প্রার্থনাসভায় স্থানীয়রাও অংশ নেন। চার্চের যুব সমিতির সদস্য মেসি সলমার লাকীর, আইটিমন সলমার ও ওয়ারসিপার মিখায়েল ও তাদের দল গীর্জা সঞ্চালনা করেন। ছোটদিনের এই গীর্জায় বিশেষ বক্তা ছিলেন দানিয়েল দিখার। প্রার্থনসভা পরিচালনা করেন এন্ডু সলমার। প্রার্থনাসভায় দেশবাসীর জন্য মঙ্গল কামনা করে দেশকে আরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রার্থনা করেন তারা।