জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য এম এ মান্নান এমপিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদূর রহমান ফারুকের নেতৃতে সংগঠনের একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা প্রদান করেন। এসময় এম এ মান্নান তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জবাসী আমার প্রাণ। এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করবার সুযোগ দিয়েছে এজন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। প্রবাসে থেকে শত, শত প্রবাসী আমার নিরবাচনী ক্যাম্পেইনে যোগ দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ
সাজিদুর রহমান ফারুক বলেন,সারাদেশ উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভোট দিয়েছে। এ বিজয় বাংলার মানুষের বিজয়, দেশবাসী জননেত্রী শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছে। জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জের মানুষ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করেছে।
প্রতিনিধি দলে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া, সহ প্রচার সম্পাদক লুতফুর রহমান ছায়াদ, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, শ্রমিকলীগ নেতা শামসুল চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির।