স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জনপ্রিয় ও মানবিক ডাক্তার হিসেবে পরিচিত ডা. গৌতম রায় স্বাস্থ্যবিভাগের উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। চলতি সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রণালয় তাকে এই পদোন্নতি প্রদান করেছেন। তিনি বর্তমানে জামালপুর জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত আছেন। ডা. গৌতম রায়ের পদোন্নতি তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের সুধীজন।
সুনামগঞ্জ শহরের প্রিয় মুখ ডাক্তার গৌতম রায় দীর্ঘদিন সুনামের সঙ্গে সেবা করে যাচ্ছেন। সুনামগঞ্জে একজন মানবিক ডাক্তার হিসেবে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে সুনামগঞ্জ সদর হাসপাতাল, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওসমানী মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। গত বছর তাকে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এক বছরের মাথায় সম্প্রতি আবারও তাকে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছে।
ডা. গৌতম রায়ের পদোন্নতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ বিএমএ নেতৃবৃন্দসহ সুধীজন।