অনলাইন ডেক্স::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবর চিঠি লিখেছে ছয় বছরের একটি শিশু। অ্যালেক্স নামের ওই শিশুটি প্রেসিডেন্টের প্রতি সিরিয়ার শরণার্থী শিশু ওমরানকে তাদের বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছে।
কিছুদিন আগেই ওমরানকে সিরিয়ার একটি ধ্বংসস্তুপের তলা থেকে উদ্ধার করা হয়। ঘটনার তীব্র আঘাতে স্তব্ধ হয়ে যাওয়া ওমরানের ছবিটি সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোড়ন তোলে। উদ্ধারকারী ক্যারাভানে রক্তাক্ত ওমরানের শূন্য দৃষ্টি বিশ্বজুড়ে মানুষের হৃদয়কে দ্রবীভূত করে।
ওমরানকে দেখে সহানুভূতি জেগে ওঠে ছয় বছরের অ্যালেক্সের মনেও। সে প্রেসিডেন্ট ওবামাকে চিঠি লিখে জানায়, ওমরানকে সে নিজের পরিবারে পেতে চায়।
অ্যালেক্স লেখে,
‘প্রিয়, প্রেসিডেন্ট ওবামা,
সিরিয়ায় অ্যাম্বুলেন্সে বসে থাকা বাচ্চাটিকে কি আপনার মনে আছে? আপনি কি ওকে নিয়ে আসতে পারেন না আমাদের বাড়ি? আমরা আপনাদের জন্য ফুল আর বেলুন নিয়ে অপেক্ষা করবো। আমরা তাকে একটি পরিবার দেবো, সে আমাদের ভাই হবে।’
অ্যালেক্স আরও লেখে, সে ওমরানকে খেলনা দেবে, ওমরানের কাছ থেকে নতুন একটা ভাষা শিখবে, তার সব বন্ধুদের নিয়ে ওমরানের সঙ্গে খেলতে যাবে।
এই চিঠিটি প্রকাশ করে হোয়াইট হাউজ। জাতিসংঘের সম্মেলনেও শরণার্থী প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিঠিটি পাঠ করেন ওবামা।
ওবামা বলেন, ‘আমাদের সবারই অ্যালেক্সের মতো ভাবা উচিত। তাহলে পৃথিবীটা কতো সুন্দর হতো, কষ্ট আর যন্ত্রণা কত কমে যেতো, আমরা কত মানুষকে বাঁচাতে পারতাম।’
সূত্র: বিবিসি