স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট উজানীগাও শাখার সদস্য মহি উদ্দীনের পিতা ও জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়ার চাচা আব্দুল জলিল কাছু (৮০) এর দাফন স¤পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৫ছেলে, ৪ মেয়ে ও নাতী , নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার জোহরের নামাজের পর উজানীগাও জামে মসজিদের ঈদগাহে মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাহার দাফন স¤পন্ন করা হয়। জানযার নামাজে উপস্থিত ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, মাওলানা আফসার উদ্দীন, ক্বারী সিরাজুলহক, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, এডভোকেট আজিজুর রউফ বিপ্লব, আব্দুল মজিদ কলেজের প্রভাষক মাসুদুর রউফ পল্লব, প্রভাষক মোঃ নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রচার স¤পাদক শফিকুল ইসলাম, সদস্য আবু সঈদ, উজানীগাও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, সাবেক মোতায়াওল্লী আব্দুল মন্নান ধনু, মোতায়াওল্লী রেবিন উদ্দীন, সাধারণ স¤পাদক মাওলানা নুরুল হোসাইন, সদস্য বদর উদ্দীন বাবুল, শফিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুর রউফ দুর্লভ, উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল স¤পাদক মাওলানা আবুল বশর মোঃ জুবায়ের, প্রচার স¤পাদক মাওলানা এনামুল হক, আমেরিকান প্রবাসী আব্দুল কায়ূম, বদরুল আলম, দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলীট্রাষ্ট উজানীগাও শাখার সভাপতি আমিরুল ইসলাম, সহ সভাপতি ও সমাজসবী সৈয়দ আহমদ, সদস্য মহি উদ্দীন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ফরিদুর রহমান, এএসআই মাহফুজুর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান, মসকু মিয়া, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মাওলানা শাহনুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী, সালিক আহমদ, মাষ্টার আলা উদ্দীন, মাষ্টার কামাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, মোহাম্মদ আলী নিশা সহ এলাকার ধর্মপ্রাণ মুসলামান বৃন্দ। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা নুরুল হোসাইন, মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা রশিদ আহমদ।