স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দ পরিকল্পনা এমএ মান্নানকে দায়িত্ব পালনের প্রথম দিনেই কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে জেলা যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে মন্ত্রণালয়ে গিয়ে তারা এমএ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাওরবাসীর উন্নয়নে সুচিন্তিত পরিকল্পনা নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা পাভেল আহমেদ প্রমুখ।