ইসলাম আজির, ছাতকঃ
জাতীয় সংসদ নির্বাচন শেষে উপজেলা পরিষদ নির্বাচনের খবরে এবার তোড়জোড় শুরু হয়েছে ছাতক উপজেলায়। ফেব্রুয়ারিতে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে দেয়া হয়েছে ঘোষনা। এরপর থেকে উপজেলা আওয়ামীলীগে তোড়জোড় শুরু হয়েছে মার্চে দলীয় প্রতীকে নির্বাচন হবে এমনটি ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কেউ আবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগাম দোয়া চেয়ে স্ট্যাটাসও দিয়েছেন। যেহেতু এবারের নির্বাচন হবে দলীয় প্রতীকে, সেজন্যে নিজের পক্ষে মনোনয়ন আদায় করতে অনেকেই চেষ্টা করছেন দলের কাছাকাছি থাকতে। সর্বশেষ ২০১৪সালে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলীয় সমর্থন নিতে হয়েছিল প্রার্থীদের। চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদেও দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করে দেয়া হয়েছিল সমর্থন। সমর্থন ছাড়াও সে সময় নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী ছিলেন। তবে ভাইস চেয়ারম্যান পদে এবারো মাঠে নেমেছেন গেলবার দলের সমর্থন না পেয়ে নির্বাচন থেকে বিরত থাকা ৮০’ দশকে রাজপথের সৈনিক বাবুল রায়। বিভিন্নভাবে প্রচার-প্রচারনায় তিনি বার্তা দিচ্ছেন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে আগমনের। ছাতক ডিগ্রি কলেজ শাখার জাতীয় ছাত্রলীগের প্রতিষ্টাতা সাধারণ বাবুল রাজনীতিঙ্গনে এখনো রয়েছেন সক্রিয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। তার উৎসাহেই ছাতকের রাজপথে আওয়ামী রাজনীতির সহযোগীতায় ভুমিকা রাখছে উপজেলা শাখা স্বেচ্ছাসেবকলীগ। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় একাধিক প্রতিষ্ঠানের কমিটিতে থেকে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছেন তিনি। আসছে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাওয়ার পুরোপুরি আশাবাদ ব্যক্ত করে বাবুল রায় জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কল্যানের রাজনীতি করি। আমার বিশ্বাস সার্বিক দিক বিবেচনায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দল আমাকে মনোনয়ন দেবে। তিনি ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে দলের মনোনয়ন চাইতে পারেন গত নির্বাচনের একাধিক প্রতিদ্বন্ধিসহ অনেক নতুন মুখ।