তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎতের আলোর ফেরিওয়ালা বিলবোর্ড ও ফেস্টুন সাজিয়ে চলার পথে ৫মিনিটে বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন কার্যক্রম শুরু করেছে। বুধবার সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের মুকলেছ মিয়া ও আলী হোসেনের বাড়িসহ বিভিন্ন বাড়িতেই বিদ্যুৎ কর্মীরা রিক্সার মধ্যে আলোর ফেরিওয়ালা বিলবোর্ড ও ফেস্টুন সাজিয়ে চলার পথে ৫মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন করে দিয়েছেন তাহিরপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের বিদ্যুৎ কর্মী মোঃ মতিউর রহমান,শিমুল গাজী ও রতন চন্দ্র পাল। গত ৬জানুয়ারী থেকে ৯জানুয়ারী পর্যন্ত তাহিরপুরে আমরা ৮০টি পরিবারে ৫মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ মিটার স্থাপন করেছে তারা।
তাহিরপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান বলেন,শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ কার্যক্রমকে সফল করার লক্ষ্যে পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের নির্দেশে আমরা এ কাজ চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত ঘরে ঘরে বিদ্যূৎ সংযোগ লাইন স্থাপন না হবে ততদিন পর্যন্ত আমরা এ কর্মসূচী চালিয়ে যাবো।