মোঃ রবিউল আলম::
মাইজবাড়ী ছাত্র কল্যাণ পরিষদ, সদর, সুনামগঞ্জ এর উদ্দ্যোগে তিনদিন ব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর প্রথম দিনের কাজ সম্পন্ন হলো আজ বৃহস্পতিবার।
ছাত্র পরিষদের আয়োজনে ও কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত এর সহযোগিতায় রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচীর আয়োজন করা হয়।
বৃহত্তর মাইজবাড়ী গ্রামের রক্তের গ্রুপ নির্নয়ের কাজকে ধারাবাহিক ভাবে ১০,১২ ও ১৩ তারিখে বদিপুর, পূর্ব ও পশ্চিম পাড়া এই তিন দিনে ভাগ করা হয়। ধারাবাহিকতার প্রথম দিন বদিপুরে দু’শতাধিক নারী-পুরুষ উভয়ের রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়।
রক্তের গ্রুপ নির্নয় কাজে নিয়োজিত ছিলেন পরিষদ সদস্য হাফিজুর রহমান লিটন, হুমায়ুন কবির, মো. রবিউলআলম, ওবায়দুল হক, তারেক আহমেদ মারজান, মোঃ মহিম মিয়া, নুর আলম প্রমুখ। রক্তের গ্রুপ নির্নয়ে টেকনেশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান লিটন, হুমায়ুন কবির ও মো. রবিউল আলম।
পরিষদ সদস্যরা মনের ভাব প্রকাশ করে বলেন, পরিষদের লক্ষ্য গ্রামের প্রতিটি জনগণ তাদের রক্তের গ্রুপ জানবে। জনগণের প্রয়োজনে একে অপরের পাশে দাড়াবে।
পরিষদ সূত্রে জানা যায় গ্রামের তিন পাড়া থেকে ছ’শতাধিক মানুষের রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হবে।