স্টাফ রিপোর্টার::
দৈনিক কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠান শুরুর আগে সুধীজনদের নিয়ে কেক কেটে পরে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে ফের পাঠাগার মিলনায়তনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সভায় বক্তারা কালের কণ্ঠের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পত্রিকার সুগম পথচলা কামনা করেন। তারা বিভিন্ন সময়ে কালের কণ্ঠ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সহযোগিতাসহ অসহায় মানুষকে সহায়দানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, কবি ইকবাল কাগজী, সাংবাদিক খলিল রহমান, মাহতাব উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, সৈয়দা শাহনাজ মঞ্জুর ইভা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সমাজসেবী ফজলু মিয়া, শুভ সংঘের জেলা সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন, যুব নেতা নরেন ভট্টাচার্য্য, রিঙ্কু চৌধুরী, ছাত্র নেতা তারেক চৌধুরী, মনির হোসেন দুর্জয় প্রমুখ।