স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, হায়দার চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা রইছ উদ্দিন আহমেদ, জেলা আওয়ায়ী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, শাহ আবু নাসের, জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, জেলা আ.লীগের সদস্য ফেরদৌসি সিদ্দিকা, জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।